কবিতা

তুষারের নরম চাদরে ঢেকে আছে ফার গাছ,
নিঃশব্দে দাঁড়িয়ে যেন প্রার্থনায় লীন —
সময়ের মতোই অনড়, অথচ নরম আর সবুজ।
ঝড় আসে, ঋতু বদলায়, পাখিরা হারিয়ে যায় —
তবু সে থাকে, কোনো স্থির বিশ্বাসের প্রতীক।